Professors Current Affairs June 2022
কারেন্ট অ্যাফেয়ার্স জুন ২০২২
প্রফেসরস কারেন্ট অ্যাফেয়ার্স থেকে সাম্প্রতিক সাধারণ জ্ঞান | Professors Current Affairs , এখানে সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স না দিয়ে নির্বাচিত ৫০টি প্রশ্ন দেওয়া হল। আমরা নিয়মিত কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট দিয়ে থাকি। কারেন্ট অ্যাফেয়ার্স এর সব পেইজ না পরে নির্দিষ্ট কিছু পেইজ পড়লেই চলে। ব্যাংক বা বিসিএস এর জন্য কারেন্ট অ্যাফেয়ার্স অপরিহার্য।
বাংলাদেশ বিষয়াবলী
প্রশ্ন : বাংলাদেশের দীর্ঘতম সেতু কোনটি?
উত্তর : পদ্মা বহুমুখী সেতু।
প্রশ্ন : পদ্মা সেতু উদ্বোধন করা হবে কবে?
উত্তর : ২৫ জুন ২০২২।
প্রশ্ন : ১৫-২১ জুন ২০২২ কততম জনশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হবে?
উত্তর : ষষ্ঠ।
প্রশ্ন : ‘কলকাতায় বঙ্গবন্ধু’ তথ্যচিত্রের নির্মাতা কে?
উত্তর : গৌতম ঘােষ (ভারত)।
প্রশ্ন : ২০২২ সালের বাংলা একাডেমি রবীন্দ্র পুরস্কার লাভ করেন কে?
উত্তর : অধ্যাপক সিদ্দিকা মাহমুদা।
প্রশ্ন : বাংলাদেশে জাতিসংঘের নতুন আবাসিক সমন্বয়ক কে?
উত্তর : জিন লুইস (আয়ারল্যান্ড)।
প্রশ্ন : UNDP-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্লোবাল সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস অ্যাওয়ার্ড চালু করা হবে কবে?
উত্তর : ২০২৩ সালে।
প্রশ্ন : বর্তমানে দেশে সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ কতটি?
উত্তর : ৯টি।
প্রশ্ন : শেখ রাসেল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ কোথায় অবস্থিত?
উত্তর : সিলেট।
প্রশ্ন : ‘বাঘাশাহী’ কী?
উত্তর : নতুন জাতের আম। উৎপত্তিস্থল রাজশাহীর বাঘা উপজেলার বলিহার গ্রামে।
প্রশ্ন : বাংলাদেশ কোন সংস্থার Sectoral Dialogue Partner হতে চায়?
উত্তর : আসিয়ান।
প্রশ্ন : ২০২২ সালে পেঁয়াজ উৎপাদনে বাংলাদেশের অবস্থান বিশ্বে কত?
উত্তর : তৃতীয়।
প্রশ্ন : TTE’র পূর্ণরূপ কী?
উত্তর : Travelling Ticket Examiner।
প্রশ্ন : বাংলাদেশে তৈরি হেপাটাইটিস-বি ভাইরাসের ওষুধের নাম কী?
উত্তর : ন্যাসভ্যাক।
GDP’র চূড়ান্ত হিসাব ২০২০-২১ অনুযায়ী
Inline Related Posts
Professors Current Affairs March 2022 প্রফেসরস কারেন্ট অ্যাফেয়ার্স ফেব্রুয়ারি ২০২২
জলবায়ু ও দুর্যোগ ঝুঁকি মানচিত্র
দারিদ্র্যের মানচিত্র
প্রশ্ন : দারিদ্র্যের হারে শীর্ষ জেলা কোনটি?
উত্তর : কুড়িগ্রাম (৭০.৮%)।
প্রশ্ন : দারিদ্র্যের হারে সর্বনিম্ন জেলা কোনটি?
উত্তর : নারায়ণগঞ্জ (২.৬%)।
প্রশ্ন : দারিদ্র্যের হারে শীর্ষ উপজেলা কোনটি?
উত্তর : চর রাজিবপুর, কুড়িগ্রাম (৭৯.৮%)।
প্রশ্ন : দারিদ্র্যের হারে সর্বনিম্ন থানা কোনটি?
উত্তর : গুলশান, ঢাকা (০.৪%)।
আন্তর্জাতিক বিষয়াবলী
প্রশ্ন : ২৫ মে ২০২২ ক্লাইমেট ভালনারেবল ফোরামের (CVF) সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে?
উত্তর : ঘানার প্রেসিডেন্ট নানা আকুফো-আন্দো।
প্রশ্ন : ইন্দো-প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্কের (IPEF) যাত্রা শুরু হয় কবে?
উত্তর : ২৩ মে ২০২২।
প্রশ্ন : কতটি দেশ নিয়ে IPEF’র যাত্রা শুরু হয়?
উত্তর : ১৩টি । যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ব্রুনাই, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, নিউজিল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ভিয়েতনাম।
প্রশ্ন : বিশ্বের দীর্ঘতম ঝুলন্ত সেতুর নাম কী?
উত্তর : Sky Bridge721 (চেক প্রজাতন্ত্র)।
প্রশ্ন : বিশ্বের দীর্ঘতম কাচের সেতুর নাম কী?
উত্তর : বাক লং সেতু (ভিয়েতনাম)।
প্রশ্ন : সংযুক্ত আরব আমিরাতের বর্তমান প্রেসিডেন্ট কে?
উত্তর : শেখ মােহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।
প্রশ্ন : ফিলিপাইনের নতুন প্রেসিডেন্ট কে?
উত্তর : ফার্দিনান্দ মার্কোস জুনিয়র ওরফে বংবং।
প্রশ্ন : হাঙ্গেরির প্রথম নারী প্রেসিডেন্ট কে?
উত্তর : কাতালিন নােভাক, দায়িত্ব গ্রহণ ১০ মে ২০২২।
প্রশ্ন : অ্যাপলের গান শােনার যন্ত্র iPod যুগের অবসান ঘটে কবে?
উত্তর : ১০ মে ২০২২ (সূচনা হয় ২৩ অক্টোবর ২০০১)।
প্রশ্ন : Monkeypox কোন ধরনের রােগ?
উত্তর : ভাইরাসজনিত।
প্রশ্ন : বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের নাম কী?
উত্তর : Starlink।
প্রশ্ন : RAO Nordic কী?
উত্তর : রুশ বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান।
প্রশ্ন :UNCTAD’র সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বের কতটি দেশের মধ্যে ব্যক্তিগত তথ্য সুরক্ষা বা তথ্যের গােপনীয়তা সম্পর্কে দেশীয় আইন রয়েছে?
উত্তর : ১৩৭টি।
প্রশ্ন : মূল্যস্ফীতিকে বলা হয়—
উত্তর : অর্থনীতির নীরব ঘাতক।
প্রশ্ন : বর্তমান শ্রীলংকার অর্থমন্ত্রী কে?
উত্তর : প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে।
প্রশ্ন : ২০২২ সালের International Prize for Arabic Fiction (IPAF) লাভ করেন কে?
উত্তর : মােহাম্মদ আলনাস (লিবিয়া)।
রিপাের্ট-সমীক্ষা
প্রশ্ন : ২০২১ সালের ভ্রমণ ও পর্যটন উন্নয়ন সূচকে শীর্ষ দেশ কোনটি?
উত্তর : জাপান।
প্রশ্ন : ২০২১ সালের ভ্রমণ ও পর্যটন উন্নয়ন সূচকে সর্বনিম্ন দেশ কোনটি?
উত্তর : শাদ।
প্রশ্ন : ২০২১ সালের ভ্রমণ ও পর্যটন উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর : ১০০তম।
বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন ২০২২
প্রশ্ন : বিশ্বে জনসংখ্যা বৃদ্ধির হার কত?
উত্তর : ১%।
প্রশ্ন : নারী প্রতি সর্বাধিক প্রজনন হারের দেশ কোনটি?
উত্তর : নাইজার; ৬.৬ জন।
প্রশ্ন :সার্কভুক্ত কোন দেশে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক?
উত্তর : আফগানিস্তান; ২.২%।
প্রশ্ন :সার্কভুক্ত কোন দেশে জনসংখ্যা বৃদ্ধির হার কম?
উত্তর :মালদ্বীপ; -০.৭%।
ক্রীড়াঙ্গন
প্রশ্ন : আন্তর্জাতিক পেশাদার বক্সিংয়ে বাংলাদেশের প্রথম স্বর্ণপদক জয়ী কে?
উত্তর : সুরাে কৃষ্ণ চাকমা।
প্রশ্ন : মেরিলিবােন ক্রিকেট ক্লাবের (MCC) পরবর্তী সভাপতি কে?
উত্তর : স্টিফেন ফ্রাই।
প্রশ্ন : টেস্টে ষষ্ঠ উইকেটে বিশ্বের সর্বোচ্চ জুটি কোনটি?
উত্তর : মুশফিক-লিটন (বাংলাদেশ); ২৫৩ রান।
Professors Current Affairs June ছাড়াও আরও দেখুন:
- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উচ্চমান সহকারী প্রশ্ন ও সমাধান ২০১৩
- জাতীয় মানবাধিকার কমিশন অফিস সহকারী পদের প্রশ্ন সমাধান ২০২০
- Jiban Bima Corporation Assistant Manager Question Solution 2020
- Sonali Bank Assistant Programmer Preli Question Solution 2016
- Combined 5 Bank Officer Cash Question Solution 2019 : AUST
- Sonali Bank Officer Cash Preli Question 2018: AUST
- Bangladesh Bank AD Preli Question Solution 2018: Arts Faculty
ফেইসবুকে আপডেট পেতে আমাদের অফিসিয়াল পেইজ ও অফিসিয়াল গ্রুপের সাথে যুক্ত থাকুন। ইউটিউবে পড়াশুনার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল যোগ দিতে পারেন। আমাদের সাইট থেকে কপি হয়না তাই পোস্টটি শেয়ার করে নিজের টাইমলাইনে রাখতে পারেন অথবা পিডিএফ আইকনে ক্লিক করে ডাউনলোড ও করে নিতে পারেন।