বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ চরিত্র ও স্রষ্টা। অনেক চাকুরীর পরীক্ষায়ই এ ধরেনর প্রশ্ন হয়ে থাকে, বিশেষ করে বিসিএস প্রিলিতে, ব্যাংকে খুব একটা আসেনা তবে জানা থাকা ভাল। চলুন দেখে নেয়া যাক বাংলা সাহিত্যের আলচিত কিছু চরিত্র ও তাঁর স্রষ্টা।
১. বাংলা সাহিত্যে সৃষ্ট প্রথম চরিত্র কোনটি?
উত্তরঃ নিরঞ্জন (শূন্য পূরাণ)।
২. ঠকচাচা নামক চরিত্রের স্রষ্টা কে?
উত্তরঃ প্যারীচাঁদ মিত্র (আলালের ঘরের দুলাল)।
৩. চাঁদ সওদাগর,বেহুলা ,লখীনদর?
উত্তরঃ মনসামঙ্গল।
৪. কালকেতু, ফুল্লরা , মুরারি শীল ,ভাঁড়ুদত্ত, ধনপতি, খুল্লনা, কলিঙ্গের রাজা
উত্তরঃ চন্ডীমঙ্গল(মুকুন্দরাম >> কালকেতু উপাখ্যান)।
৫. ঈশ্বরী পাটনী, মানসিংহ , বিদ্যাসুন্দর , ভবানন্দ , হরিহড়
উত্তরঃ অন্নদামঙ্গল।
৬. লাউসেন , হরিশ্চন্দ্র, মদনা , লুইচন্দ্র , কর্ণসেন
উত্তরঃ ধর্মমঙ্গল।
৭. রাধা , কৃষ্ণ, বড়াই কোন কা্ব্যের চরিত্র
উত্তরঃ শ্রীকৃষ্ণকীর্তন (বড়ু চন্ডীদাস)।
৮. সুখ পাখি( হীরামণ ), পদ্মাবতী , রত্নসেন
উত্তরঃ পদ্মাবতী ( আলাওল)।
৯. মহুয়া, নদের চাঁদ , হুমরা বেদে , সাধু
উত্তরঃ মহুয়া পালা (দ্বিজ কানাই)।
রবীন্দ্রনাথ ঠাকুরঃ
১. নন্দিনী চরিত্রের স্রষ্টা কে?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর (রক্তকরবী)।
২. রাইচরণ চরিত্রের স্রষ্টা কে?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর (খোকাবাবুর প্রত্যাবর্তন)।
৩. মৃন্ময়ী ও অপূর্ব চরিত্রের স্রষ্টা কে?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর (সমাপ্তি)।
৪. সুরবালা চরিত্রের স্রষ্টা কে?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর (একরাত্রী)।
৫. দুখিরাম ও চন্দরা চরিত্রের স্রষ্টা কে?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর (শাস্তি)।
৬. মধুসূদন, কুমুদিনী
উত্তরঃ যোগাযোগ( রবীন্দ্রনাথ ঠাকুর)।
৭. রতন
উত্তরঃ পোস্ট মাস্টার (রবীন্দ্রনাথ ঠাকুর)।
৮. সুরবালা
উত্তরঃ একরাত্রি(রবীন্দ্রনাথ ঠাকুর)।
৯. শর্মিলা, উর্মিলা
উত্তরঃ দুইবোন (রবীন্দ্রনাথ ঠাকুর)।
১০. অমল চরিত্রের স্রষ্টা নাট্যকার কে?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর (ডাকঘর)।
কাজী নজরুল ইসলামঃ
১. প্যাকালে ,মেজবউ,গজালের ,রুবি, আনসার
উত্তরঃ মৃত্যুক্ষুধা (কাজী নজরুল ইসলাম)
২. নূরু, মাহবুবার
উত্তরঃ বাঁধনহারা (কাজী নজরুল ইসলাম)
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ঃ
১. নবকুমার ,কপালকুন্ডলা, কাপালিক
উত্তরঃ (কপালকুন্ডলা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
২. মানসিংহ, আয়েশা, তিলোত্তমা উত্তরঃ দৃুর্গেশনন্দিনী (বঙ্কিম)।
রোহিনী ও গোবিন্দ লাল চরিত্রটি কোন উপন্যাসের?
উত্তরঃ কৃষ্ণকান্তের উইল(বঙ্কিম )।
৩. কুন্দনন্দিনী, নগেন্দ্রনাথ
উত্তরঃ বিষবৃক্ষ । বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
মানিক বন্দ্যোপাধ্যায়ঃ
১. শশী, কুসুম, হারু ঘোষ, গোপাল , সেনদিদি
উত্তরঃ পুতুল নাচের ইতিকথা (মানিক বন্দ্যোপাধ্যায়)।
২. কুবের, কপিলা, হোসেন মিয়া, চরিত্রের স্রষ্টা কে?
উত্তরঃ মানিক বন্দ্যোপাধ্যায় (পদ্মানদীর মাঝি)।
সৈয়দ ওয়ালীউল্লাহঃ
১. জমিলা, মজিদ , আমেনা
উত্তরঃ লালসালু(সৈয়দ ওয়ালীউল্লাহ )।
বিভূতিভূষণ বন্দোপাধ্যায়ঃ
১. দূর্গা, অপু, সর্বজয়া, হরিহর
উত্তরঃ পথের প্যাচালী (বিভূতিভূষণ বন্দোপাধ্যায়)।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ঃ
১. হেমাঙ্গিনী ও কেষ্ট,কাদম্বিনী চরিত্রের স্রষ্টা কে?
উত্তরঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (মেজদিদি)।
২. মহিম, সুরেশ ও অচলা চরিত্রের স্রষ্টা কে?
উত্তরঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (গৃহদাহ)।
৩. ইন্দ্রনাথ , অভয়া, রাজলক্ষ্মী চরিত্রের স্রষ্টা কে?
উত্তরঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (শ্রীকান্ত)।
৪. দেবদাস,পার্বতী ও চন্দ্রমূখী চরিত্রের স্রষ্টা কে?
উত্তরঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (দেবদাস)।
৫. রমা ও রমেশ চরিত্রের স্রষ্টা কে?
উত্তরঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (পল্লী সমাজ)।
৬. ষোড়শী ও নির্মল চরিত্রের স্রষ্টা কে?
উত্তরঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (দেনা-পাওনা)।
৭. সতীশ ও সাবেত্রী ,কিরণময়ী চরিত্রের স্রষ্টা ?
উত্তরঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (চরিত্রহীন)।
দীনবন্ধু মিত্রঃ
১. নবীন মাধব, সাবিত্রী, রাইচরণ , তোরাপ আলী উত্তরঃ চরিত্রের স্রষ্টা কে?
উত্তরঃ দীনবন্ধু মিত্র (নীল দর্পণ)।
২. কেনারাম, ঘটিরাম ডেপুটি ও নিমচাঁদ
উত্তরঃ দীনবন্ধু মিত্র (সধবার একাদশী)।
আবু ইসহাকঃ
১. জয়গুন, হাসু, মায়মুন
উত্তরঃ সূর্যদীঘল বাড়ী (আবু ইসহাক )।
বিমল মিত্রঃ
১. দীপাঙ্কর (দীপু), সতী, লক্ষ্মী কে?
উত্তরঃ বিমল মিত্র (কড়ি দিয়ে কিনলাম)।
হুমায়ুন আহমেদঃ
১. হিমু, রুপা, মিছির আলী , বাকের ভাই চরিত্রের স্রষ্টা কে?-
উত্তরঃ হুমায়ুন আহমেদ ।
আরও পড়ুনঃ
ফেইসবুকে আপডেট পেতে আমাদের অফিসিয়াল পেইজ ও অফিসিয়াল গ্রুপের সাথে যুক্ত থাকুন। ইউটিউবে পড়াশুনার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন।