NSI Watcher Constable Question Solution 2019 এ যতটা সম্ভব সঠিক উত্তর করার চেষ্টা করা হয়েছে। তারপরও যদি কারও মনে হয় যে, NSI Watcher Constable Question Solution 2019 এ ভুল আছে, কমেন্ট করবেন। আমরা ঠিক করে দিব।
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) -এর ওয়াচার কনস্টেবল প্রশ্নের সমপূর্ণ সমাধান দেওয়া হলো-
NSI ওয়াচার কনস্টেবল প্রশ্ন সমপূর্ণ সমাধান
NSI Watcher Constable Question Solution 2019: Bangla
০১. নিচের কোনটি পর্বত শব্দের প্রতিশব্দ নয়?
ক. মেদিনী
খ. অচল
গ. অদ্রি
ঘ. পাহাড়
উত্তরঃ ক. মেদিনী
ব্যাখ্যাঃ মেদিনী শব্দের অর্থ পৃথিবী। আর পর্বত শব্দের প্রতিশব্দ শৈল, গিরি, পাহাড়, অচল, অটল, অদ্রি, চূড়া, ভূধর, নগ, শৃঙ্গী, শৃঙ্গধর, মহীধর, মহীন্দ্র।
০২. নিচের কোন শব্দে বাংলা উপসর্গ আছে?
ক. অপমান
খ. নিবৃত্তি
গ. আগাছা
ঘ. প্রতাপ
উত্তরঃ গ. আগাছা
০৩. নিচের কোনটি ফার্সি ভাষা হতে আগত শব্দ?
ক. জান্নাত
খ. বেহেশত
গ. চন্দ্র
ঘ. কুলা
উত্তরঃ খ. বেহেশত
০৪. ‘যে শুনেই মনে রাখতে পারে’ তাকে এককথায় কি বলে?
ক. বাগ্মী
খ. শ্রুতিধর
গ. স্মৃতিধর
ঘ. শ্রবণশীল
উত্তরঃ খ. শ্রুতিধর
০৫. ‘ইতর বিশেষ’ বাগধারাটির অর্থ কী?
ক. চালাক লোক
খ. পার্থক্য
গ. একই দলের লোক
ঘ. দুষ্টু প্রকৃতির লোক
উত্তরঃ খ. পার্থক্য
০৬. ‘অপচয়’ শব্দটির বিপরীত শব্দ কোনটি?
ক. উপচয়
খ. সঞ্চয়
গ. ব্যয়
ঘ. জমা
উত্তরঃ ক. উপচয় ও খ. সঞ্চয়
০৭. ‘কল্লোল’ শব্দটির অর্থ কী?
ক. ঢেউ
খ. গাল
গ. চিবুক
ঘ. কান
উত্তরঃ ক. ঢেউ
০৮. নিচের কোনটি ‘অন্বেষণ’ শব্দের সন্ধিবিচ্ছেদ?
ক. অণু + এষণ
খ. অনু + এষণ
গ. অণু + এষন
ঘ. অনু + এষন
উত্তরঃ খ. অনু + এষণ
০৯. প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম ছিল –
ক. বনফুল
খ. যাযাবর
গ. বীরবল
ঘ. ভানুসিংহ
উত্তরঃ গ. বীরবল
১০. হাজার বছর ধরে’ কোন ধরনের রচনা?
ক. উপন্যাস
খ. ছোটগল্প
গ. আত্মজীবনী
ঘ. রেজনামচা
উত্তরঃ ক. উপন্যাস
১১. ‘অনিন্দ্য’ শব্দের অর্থ কোনটি?
ক. নিন্দার অযোগ্য
খ. নিন্দার যোগ্য
গ. নন্দিত
ঘ. নিন্দিত
উত্তরঃ ক. নিন্দার অযোগ্য
১২. ‘উপযুক্ত মিলন’ বোঝাতে নিচের কোন বাগধারাটি ব্যবহৃত হয়?
ক. মণিকাঞ্চন যোগ
খ. মন না মতি
গ. সোনার সোহাগা
ঘ. ক ও খ উভয়ই
উত্তরঃ ঘ. ক ও খ উভয়ই
১৩. ‘হস্তি’ শব্দটির বহুবচন কোনটি?
ক. হস্তিসকল
খ. হস্তিযূথ
গ. হস্তিবর্গ
ঘ. হস্তিসব
উত্তরঃ খ. হস্তিযূথ
১৪. বাংলা ব্যাকরণে পদ রয়েছে – প্রকার।
ক. ৩
খ. ৪
গ. ৫
ঘ. ৬
উত্তরঃ গ. ৫
ব্যাখ্যাঃ পদ মোট পাঁচ প্রকার। যেমন : ১. বিশেষ্য, ২. বিশেষণ, ৩. সর্বনাম, ৪. অব্যয় ও ৫. ক্রিয়া।
১৫. ‘লিখিতেছিলেন’ শব্দটির চলিত রূপ কোনটি?
ক. লিখতেছিলেন
খ. লিখছিলেন
গ. লিখেছিলেন
ঘ. লিখছিলাম
উত্তরঃ খ. লিখছিলেন
১৬. ‘কাছা ঢিলা’ বাগধারাটির অর্থ কী?
ক. দুর্বল ব্যক্তি
খ. অসাবধান
গ. অলস
ঘ. মজার বিষয়
উত্তরঃ খ. অসাবধান
১৭. ‘বন্ধন’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক. মুক্ত
খ. ছিন্ন
গ. মুক্তি
ঘ. আসক্তি
উত্তরঃ গ. মুক্তি
১৮. ‘পোকা-মাকড়’ কোন সমাস যোগে গঠিত শব্দ?
ক. দ্বন্দ্ব
খ. দ্বিগু
গ. কর্মধারয়
ঘ. অব্যয়ীভাব
উত্তরঃ ক. দ্বন্দ্ব
১৯. ‘সচেষ্ট’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
ক. দুশ্চেষ্ট
খ. দুর্ভাগ্য
গ. নিশ্চেষ্ট
ঘ. দুর্লভ
উত্তরঃ গ. নিশ্চেষ্ট
২০. নিচের কোনটি ‘ষড়ানন’ শব্দের সন্ধিবিচ্ছেদ?
ক. ষড় + আনন
খ. ষটা + আনন
গ. ষড় + আনন
ঘ. কোনোটিই নয়
উত্তরঃ ঘ. কোনোটিই নয়
ব্যাখ্যাঃ ‘ষড়ানন’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ= ষট্+আনন
NSI Watcher Constable Question Solution 2019: English
Questions(২১-২৫): Fill in the blank
২১. The train ___ before Jashim reached the station.
ক. left
খ. have left
গ. leave
ঘ. had left
উত্তরঃ ঘ. had left
২২. Alam always ___ the truth.
ক. speak
খ. speaks
গ. spoken
ঘ. spoked
উত্তরঃ খ. speaks
২৩. I am looking forward to ___ a reply from you.
ক. receive
খ. receiving
গ. received
ঘ. be received
উত্তরঃ খ. receiving
২৪. Manisha did the job without having ___ interest in it.
ক. much
খ. all
গ. many
ঘ. little
উত্তরঃ ক. much
২৫. Life is ___ short to worry about.
ক. so
খ. too
গ. many
ঘ. most
উত্তরঃ খ. too
Questions(২৬-৩০): Select the missing word
২৬. He could not succeed desprite working hard.
ক. to
খ. by
গ. of
ঘ. no word missing
উত্তরঃ ঘ. no word missing
২৭. You can ask help by dialing the hotline number.
ক. of
খ. for
গ. what
ঘ. in
উত্তরঃ খ. for
২৮. Runa is tallest girl in the class.
ক. a
খ. at
গ. the
ঘ. of
উত্তরঃ গ. the
২৯. He was born a rich family.
ক. on
খ. in
গ. at
ঘ. of
উত্তরঃ খ. in
৩০. Vision 2021 aims making Bangladesh a middle income country.
ক. on
খ. in
গ. at
ঘ. of
উত্তরঃ গ. at
Questions(৩১-৩৫): Select the appropriate meaning of the word.
৩১. Confidential
ক. অন্যায়
খ. গোপনীয়
গ. বিশ্বাস
ঘ. হাত
উত্তরঃ খ. গোপনীয়
৩২. Inefficient
ক. অদক্ষ
খ. যোগ্য
গ. পরিশ্রমী
ঘ. অবিচল
উত্তরঃ ক. অদক্ষ
৩৩. Imaginary
ক. নোংরা
খ. বাস্তব
গ. দরজা
ঘ. কাল্পনিক
উত্তরঃ ঘ. কাল্পনিক
৩৪. Opponent
ক. প্রতিপক্ষ
খ. প্রতিনিধি
গ. বন্ধু
ঘ. স্বজন
উত্তরঃ ক. প্রতিপক্ষ
৩৫. Hospitable
ক. পর্যাপ্ত
খ. হাসপাতাল
গ. অতিথিপরায়ণ
ঘ. অজানা
উত্তরঃ গ. অতিথিপরায়ণ
Questions (৩৬-৪০): Choose the correctly Spelled word
৩৬.
ক. Excesive
খ. Excesiv
গ. Exceesive
ঘ. Excessive
উত্তরঃ খ. President
৩৭.
ক. Presidant
খ. President
গ. Prisident
ঘ. Prisidant
উত্তরঃ খ. President
৩৮.
ক. Triason
খ. Treason
গ. Treeason
ঘ. Treeson
উত্তরঃ খ. Treason
৩৯.
ক. Sholder
খ. Soldeer
গ. Shoulder
ঘ. Soulder
উত্তরঃ গ. Shoulder
৪০.
ক. Intelligence
খ. Inteligence
গ. ntelligance
ঘ. Intaligance
উত্তরঃ ক. Intelligence
NSI Watcher Constable Question Solution 2019: Bangladesh Affairs
৪১. বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে কোন আন্তর্জাতিক প্রতিষ্ঠান ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দেয়?
ক. ইউনিসেফ
খ. ইউনেস্কো
গ. ইউএনডিপি
ঘ. ইউনিডো
উত্তরঃ খ. ইউনেস্কো
৪২. বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কারের নাম কী?
ক. একুশে পদক
খ. স্বাধীনতা পদক
গ. বীরবিক্রম পদক
ঘ. রত্নগর্ভা পদক
উত্তরঃ খ. স্বাধীনতা পদক
৪৩. বর্তমানে বাংলাদেশে মোট কতগুলো সিটি কর্পোরেশন রয়েছে?
ক. ৪
খ. ৬
গ. ১২
ঘ. ১৫
উত্তরঃ গ. ১২
৪৪. ‘নীলগিরি’ নামক পর্যটন স্থানটি বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
ক. বান্দরবান
খ. খাগড়াছড়ি
গ. চট্টগ্রাম
ঘ. ঢাকা
উত্তরঃ ক. বান্দরবান
৪৫. মুক্তিযুদ্ধকালীন সময়ে ঢাকা কত নম্বর সেক্টরের অধীনে ছিল?
ক. ২ নং
খ. ৩ নং
গ. ১১ নং
ঘ. ৭ নং
উত্তরঃ ক. ২ নং
৪৬. ভাওয়াইয়া গান বাংলাদেশের কোন অঞ্চলের প্রচলিত পল্লীগীতি?
ক. কুষ্টিয়া
খ. ময়মনসিংহ
গ. রাজশাহী
ঘ. রংপুর
উত্তরঃ ঘ. রংপুর
৪৭. বাংলাদেশের বিজয় দিবস পালিত হয় কোন তারিখে?
ক. ২১ ফ্রেব্রুয়ারি
খ. ২৬ মার্চ
গ. ১৪ ডিসেম্বর
ঘ. ১৬ ডিসেম্বর
উত্তরঃ ঘ. ১৬ ডিসেম্বর
৪৮. সীতাকোট বিহার কোথায় অবস্থিত?
ক. দিনাজপুর
খ. রংপুর
গ. চট্টগ্রাম
ঘ. ময়মনসিংহ
উত্তরঃ ক. দিনাজপুর
৪৯. বাংলাদেশের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সদর দপ্তর ঢাকার কোন এলাকায় অবস্থিত?
ক. উত্তরা
খ. লালবাগ
গ. সেগুনবাগিচা
ঘ. মতিঝিল
উত্তরঃ গ. সেগুনবাগিচা
৫০. বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী কোনটি?
ক. মেঘনা
খ. যমুনা
গ. সুরমা
ঘ. কর্ণফুলি
উত্তরঃ ঘ. কর্ণফুলি
৫১. বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপিত হবে কোন সালে?
ক. ২০২১
খ. ২০৪৬
গ. ২০৭১
ঘ. ২০১৯
উত্তরঃ ক. ২০২১
৫২. নিচের কোন স্থানের ভৌগোলিক উপনাম ‘বারো আউলিয়ার দেশ’?
ক. সিলেট
খ. চট্টগ্রাম
গ. বরিশাল
ঘ. বগুড়া
উত্তরঃ খ. চট্টগ্রাম
৫৩. আয়তনের ভিত্তিতে বাংলাদেশের বৃহত্তম জেলা কোনটি?
ক. বান্দরবান
খ. চট্টগ্রাম
গ. রাঙামাটি
ঘ. ময়মনসিংহ
উত্তরঃ গ. রাঙামাটি
NSI Watcher Constable Question Solution 2019: International Affairs
৫৪. নিচের কোন সালটি অধিবর্ষ(leap year)?
ক. ২০০৬
খ. ২০১৬
গ. ২০২৬
ঘ. ২০২১
উত্তরঃ খ. ২০১৬
৫৫. ‘SDG’ এর পূর্ণরূপ কী?
ক. Strategic Development Goal
খ. Strategic Durable Goal
গ. Sustainable Development Goal
ঘ. Sustainable Doable Goal
উত্তরঃ গ. Sustainable Development Goal
৫৬. ২০১৯ সালের একদিনের আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বকাপ প্রতিযোগিতায় রানার্সআপ হয় কোন দেশ?
ক. পাকিস্তান
খ. শ্রীলংকা
গ. ইংল্যান্ড
ঘ. নিউজিল্যান্ড
উত্তরঃ ঘ. নিউজিল্যান্ড
৫৭. নিচের কোন দেশকে হাজার দ্বীপের দেশ বলা হয়?
ক. ভিয়েতনাম
খ. শ্রীলংকা
গ. ইন্দোনেশিয়া
ঘ. ফিনল্যান্ড
উত্তরঃ গ. ইন্দোনেশিয়া
৫৮. বিভিন্ন দেশের শিশুদের উন্নতি, নিরাপত্তা ও মৌলিক অধিকার নিশ্চিত করার উদ্দেশ্যে জাতিসংঘের কোন প্রতিষ্ঠানটি কাজ করে?
ক. ইউনেস্কো
খ. ইউনিসেফ
গ. ইউএনডিপি
ঘ. ইউনিফেম
উত্তরঃ খ. ইউনিসেফ
৫৯. থাইল্যান্ডের মুদ্রার নাম কী?
ক. বাথ
খ. লিরা
গ. রিঙ্গিত
ঘ. ডলার
উত্তরঃ ক. বাথ
৬০. জিম্বাবুয়ে দেশটি কোন মহাদেশে অবস্থিত?
ক. এশিয়া
খ. ইউরোপ
গ. অস্ট্রেলিয়া
ঘ. আফ্রিকা
উত্তরঃ ঘ. আফ্রিকা
NSI Watcher Constable Question Solution 2019: Mathematics
৬১. একটি সংখ্যার ৩০% যদি ১৩৫ হয়, তবে সংখ্যাটির ১৫০% কত হবে?
ক. ৬০০
খ. ৬৭৫
গ. ৭৫০
ঘ. ৮৯০
উত্তরঃ খ. ৬৭৫
Solution:
মনেকরি, সংখ্যাটি ক
দেওয়া আছে, ক এর ৩০% = ১৩৫
∴ ক = ১৩৫×১০০/৩০ = ৪৫০
∴ ৪৫০ এর ১৫০% = ৪৫০*১৫০/১০০ = ৬৭৫
৬২. রাশেদ ১২০ টাকার কয়েকটি মার্বেল কিনল। সে যদি ঐ টাকায় ২টি মার্বেল বেশি পেত, তবে প্রতিটি মার্বেলের দাম গড়ে ২ টাকা কম পড়ত। সে আসলে কতটি মার্বেল কিনেছিল?
ক. ১০
খ. ১২
গ. ২০
ঘ. ২৫
উত্তরঃ ক. ১০
৬৩. এক সমকোণ থেকে বড় কিন্তু দুই সমকোণ থেকে ছোট কোণকে – বলা হয়।
ক. সূক্ষ্মকোণ
খ. সমকোণ
গ. স্থুলকোণ
ঘ. প্রবৃদ্ধকোণ
উত্তরঃ গ. স্থুলকোণ
৬৪. একটি বর্গের বাহুর দৈর্ঘ্য ৩ গুণ হলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?
ক. ৩
খ. ৬
গ. ৯
ঘ. ১২
উত্তরঃ গ. ৯
৬৫. একটি ত্রিভুজের তিনটি বাহুর কোণের অনুপাত ৫ঃ৬ঃ৭ হলে, বৃহত্তম কোণের পরিমাপ কত ডিগ্রী?
ক. ৩০
খ. ৫০
গ. ৬০
ঘ. ৭০
উত্তরঃ ঘ. ৭০
৬৬. রহমান সাহেবের বয়স বর্তমান বয়স তার পুত্রের বয়সের ৬ গুণ। ৮ বছর পূর্বে রহমান সাহেবের বয়স ছিল ২৮। ৭ বছর পর তার পুত্রের বয়স কত হবে?
ক. ১২ বছর
খ. ১৩ বছর
গ. ১৪ বছর
ঘ. ২৫ বছর
উত্তরঃ খ. ১৩ বছর
৬৭. একটি লঞ্চে যাত্রী সংখ্যা ৫০। মাথাপিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়ার দ্বিগুণ। ডেকের ভাড়া মাথাপিছু ১৫ টাকা এবং মোট ভাড়া ১২০০ টাকা হলে, কেবিনের যাত্রী সংখ্যা কত?
ক. ৩০
খ. ২০
গ. ১০
ঘ. ৬০
উত্তরঃ ক. ৩০
৬৮. দুটি সংখ্যার অনুপাত ৩ঃ৪। তাদের ল.সা.গু. ১০৮। সংখ্যা দুটির যোগফল কত?
ক. ৫৫
খ. ৫৬
গ. ৬০
ঘ. ৬৩
উত্তরঃ ঘ. ৬৩
Solution:
মনেকরি, সংখ্যা দুটি = ৩ক ও ৪ক।
সংখ্যা দুটির ল.সা.গু,
১২ক = ১০৮
⇒ ক = ১০৮/১২
⇒ ক = ৯
∴ সংখ্যা দুটি = ৩×৯= ২৭ ও ৪×৯= ৩৬
সংখ্যা দুটির যোগফল = ২৭+৩৬ = ৬৩।
৬৯. একটি ক্রিকেট দলে ১১ জন খেলোয়াড়ের বয়সের গড় ২৫ বছর। তাদের মধ্যে একজনের বয়স ৩৫ বছর হলে বাকি ১০ জনের বয়সের গড় কত বছর হবে?
ক. ২৩
খ. ২৪
গ. ৩০
ঘ. ৪০
উত্তরঃ খ. ২৪
৭০. ১৫ জন চাষীর একটি জমির ফসল কাটতে ২১ দিন লাগল। ৪৫ জন চাষীর ঐ জমির ফসল কাটতে কত দিন লাগবে?
ক. ৫ দিন
খ. ৬ দিন
গ. ৭ দিন
ঘ. ৮ দিন
উত্তরঃ গ. ৭ দিন
৭১. একটি বর্গাকার জমির দৈর্ঘ্য ১০ মিটার। দুইটি কোণাকুণি আইল দ্বারা একে চারটি সমান ত্রিভূজাকার ভাগে ভাগ করা হলো। প্রতিটি ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গমিটার?
ক. ২.৫
খ. ৫.০
গ. ৭.৫
ঘ. ২৫
উত্তরঃ ঘ. ২৫
৭২. কোন ব্যাংকে টাকা জমা রাখলে তা ৫ বছর পর দ্বিগুণ হয়ে যায়। সরল সুুদের হার কত?
ক. ১৮%
খ. ২০%
গ. ১৬.২৫%
ঘ. ১২.৫%
উত্তরঃ খ. ২০%
৭৩. একটি বই ১৫০ টাকায় বিক্রয় করায় ২৫% ক্ষতি হয়। বইটির ক্রয়মূল্য কত টাকা ছিল?
ক. ২০০
খ. ১৭৫
গ. ২৫০
ঘ. ৩০০
উত্তরঃ ক. ২০০
৭৪. রহিম তার বেতনের টাকর ১/৫ অংশ খরচ করে একটি শার্ট এবং ৫০০ টাকা খরচ করে একটি প্যান্ট কিনলো। এই টাকা খরচ করার পর তার কাছে বেতনের ৪০ শতাংশ টাকা রয়ে গেল। রহিম কত টাকা বেতন পেয়েছিল?
ক. ২০০০
খ. ২৫০০
গ. ৩০০০
ঘ. কোনোটিই নয়
উত্তরঃ ঘ. কোনোটিই নয়
৭৫. ক এর ২০% যদি খ এর ১০% এর সমান হয়, তবে কঃখ কত?
ক. ৩ঃ৪
খ. ৪ঃ৩
গ. ১ঃ২
ঘ. ২ঃ১
উত্তরঃ গ. ১ঃ২
৭৬. একটি সমকোণী ত্রিভুজের ভূমি ১২ মিটার এবং অতিভুজ ১৩ মিটার হলে এর ক্ষেত্রফল কত বর্গমিটার?
ক. ১০
খ. ২০
গ. ৩০
ঘ. ৪০
উত্তরঃ গ. ৩০
৭৭. ২১,২৮,৮৪,এবং ৫৬ এর ল.সা.গু. কত?
ক. ৩৩৬
খ. ১১২
গ. ২৬৮
ঘ. ১৬৮
উত্তরঃ ক. ৩৩৬
৭৮. ঢাকা থেকে ময়মনসিংহের দূরত্ব ১৫০ কিলােমিটার। একটি বাসে করে ঢাকা থেকে ময়মনসিংহের পৌঁছাতে যদি বাসটির একটি গড় গতিবেগ ১৫ কিলােমিটার/ঘন্টা হবে ?
ক. ৫
খ. ৮
গ. ১২
ঘ. ১৫
উত্তরঃ খ. ৮
৭৯. একটি সংখ্যাকে ৪৫ দিয়ে ভাগ করলে ভাগশেষ ২৩ থাকে। যদি ওই সংখ্যাটিকে ৯ দিয়ে ভাগ করা হয় তবে ভাগশেষ কত হবে ?
ক. ৩
খ. ৪
গ. ৫
ঘ. ১০০
উত্তরঃ গ. ৫
৮০. একজন ক্রিকেটারের ১০ ইনিংসের রানের গড় ৪৪.৫ । ১১ তম ইনিংসে কত রান করে আউট হলে সব ইনিংস মিলিয়ে তার রানের গড় ৫০ হবে?
ক. ৫৫ রান
খ. ৪৫ রান
গ. ১০০ রান
ঘ. ১০৫ রান
উত্তরঃ ঘ. ১০৫ রান
NSI Watcher Constable Question Solution 2019 ছাড়া আরও পড়ুনঃ-
13th BCS Preliminary Question Full Solution
12th BCS Preliminary Question Full Solution
ফেইসবুকে আপডেট পেতে আমাদের অফিসিয়াল পেইজ ও অফিসিয়াল গ্রুপের সাথে যুক্ত থাকুন। ইউটিউবে পড়াশুনার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন।
পুনরায় দেখতে নিজের টাইমলাইনে শেয়ার করে রাখুন-