ছয়জন লেখকের গুরুত্বপূর্ণ রচনাসমূহ

223
ছয়জন লেখকের গুরুত্বপূর্ণ রচনাসমূহ
Advertisement
Content Protection by DMCA.com

ছয়জন লেখকের গুরুত্বপূর্ণ রচনাসমূহ

বিসিএস প্রিলিমিনারীর ২০০ নম্বরের মধ্যে কখনোই ২০০ পাবেন না। আর ২০০ নম্বরের দরকারও হয়না। তবে নিম্নে ৬০% নম্বর পেলে প্রশ্ন সহজ বা কঠিন যাই হোক আপনি উত্তীর্ণ হবেন নিশ্চিত। আর সেই প্রত্যাশাকে সামনে রেখেই বিশেষ টেকনিকে আমাদের নিয়মিত প্রচেষ্টা।

১। সেলিম আল দীনের  নাটক সমূহ-

● মুনতাসির ফ্যান্টাসী
● কেরামত মঙ্গল (১৯৮৮)
● জন্ডিস ও বিবিধ বেলুন(১৯৭৫)
● হাত হুদাই (১৯৯৭)
● চড়কাকড়ার ডকুমেন্টারী
● চাকা (১৯৯১)
● হক্সপ্লোসিড ও মূল সমস্যা
● কীত্তনখোলা (১৯৮৬)
যৈবতী কন্যার মন (১৯৯৩)
বনপাংশুল
 

২। হুমায়ুন আহমেদের উপন্যাস সমূহ-

● বহুব্রীহি
● অয়োময় (১৯৯০)
● দেয়াল (২০১৩)
● শঙ্খনীল কারাগার (১৯৭৩)
● আজ রবিবার
● এইসব দিনরাত্রি (১৯৯০)
● নন্দিত নরকে (১৯৭২)
● নক্ষত্র রাত্র
● কোথাও কেউ নেই
● রজনী
● দূরে কোথায়
তাঁর মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস-
● আগুনের পরশমনি (১৯৮৬)
● শ্যামল ছায়া (২০০৩)
● সৌরভ (১৯৮৪)
● ১৯৭১
অনিল বাগচীর একদিন (১৯৯২)
জোছনা ও জননীর গল্প (২০০৪)

৩। আখতারুজ্জামান ইলিয়াস এর গল্প সমূহ-

অন্য ঘরে অন্য স্বর (১৯৭৬)
খোঁয়ারি (১৯৮২)
দুধভাতে উৎপাত (১৯৮৫)
দোজখের ওম (১৯৮৯)
জাল স্বপ্ন, স্বপ্নের জাল (১৯৯৭)
 
তাঁর উপন্যাস সমূহ-
● চিলে কোঠার সেপাই (১৯৮৭)
● খোয়াব নামা (১৯৯৬)
 
এছাড়া সংস্কৃতির ভাঙ্গা সেতু তার উল্লেখযোগ্য প্রবন্ধগ্রন্থ।
 

৪। আল মাহমুদের উপন্যাস সমূহ-

● উপমহাদেশ (১৯৯৩)
কবি ও কোলাহল (১৯৯৩)
● আগুনের মেয়ে (১৯৯৫) 
● ডাহুকী (১৯৯২)
● কাবিলের বোন (১৯৯৩)
তাঁর উল্লেখযোগ্য কাব্যগন্থ-
লোক লোকান্তর (১৯৬৩)
কালের কলস (১৯৬৬)
সোনালী কাবিন (১৯৭৩)
মায়াবী পর্দা দুলে ওঠো (১৯৭৬)
● বখতিয়ারের ঘোড়া
অদৃশ্যবাদীদের রান্নাবান্না
● পাখির কাছে ফুলের কাছে
 
এছাড়া পানকৌড়ির রক্ত তার গল্প গ্রন্থ।
 

৫। সৈয়দ সামসুল হক এর উপন্যাস সমূহ-

এক মহিলার ছবি (১৯৫৯)
● নীল দংশন (১৯৮১)
অনুপম দিন (১৯৬২)
● সীমানা ছাড়িয়ে (১৯৬৪)
ত্রাহি (১৯৮৯)
● নিষিদ্ধ লোবান (১৯৯০)
●খেলারাম খেলে যা (১৯৯১)
 
তাঁর উল্লেখযোগ্য নাটক-
● পায়ের আওয়াজ পাওয়া যায় (১৯৭৬)
● গণনায়ক (১৯৭৬)
● নুরুলদিনের সারা জীবন (১৯৮২)
ঈর্ষা
বাংলার মাটি বাংলার জল
 
ছয়জন লেখকের গুরুত্বপূর্ণ রচনাসমূহ

৬। শামসুর রাহমান এর কাব্যগ্রন্থ-

প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে (১৯৬০)
রৌদ্র করোটিতে (১৯৬৩)
বিধ্বস্ত নিলীমা (১৯৬৭)
নিরালোকে দিব্যরথ (১৯৬৮)
নিজ বাসভূমে (১৯৭০)
বন্দী শিবির থেকে (১৯৭২)
বাংলাদেশ স্বপ্ন দেখে (১৯৭৭)
প্রতিদিন ঘরহীন ঘরে (১৯৭৮)
উদ্ভট উটের পিঠে চলেছে (১৯৮৩)
বুক তার বাংলাদেশের হৃদয় (১৯৮৮)
তাঁর উল্লেখযোগ্য কবিতা সমূহ-
● স্বধীনতা তুমি
● তুমি আসবে বলে হে স্বাধীনতা
● তোমায় পাওয়ার জন্য হে স্বাধীনতা
● পন্ডশ্রম|
শিশুতোষ-
● এলাটিং বেলাটিং (১৯৭৪)
● ধান ভানলে কুঁরো দেব (১৯৭৭)
উপন্যাস-
● অক্টোপাশ (১৯৮৩);
● অদ্ভুত আঁধার এক (১৯৮৫);
● নিয়ত মন্তাজ (১৯৮৫);
● এলো সে অবেলায় (১৯৯৪)
আত্মস্মৃতি-
স্মৃতির শহর (১৯৭৯)
কালের ধুলোয় লেখা (২০০৪)

আরও পড়ুনঃ

ফেইসবুকে আপডেট পেতে আমাদের অফিসিয়াল পেইজ ও অফিসিয়াল গ্রুপের সাথে যুক্ত থাকুন। ইউটিউবে পড়াশুনার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Advertisement